আজ বৃষ্টি ভেজা দিনে, কিছু অতীত পড়লো মনে

বৃষ্টি ও প্রেম (অক্টোবর ২০২২)

Muhammadullah Bin Mostofa
মোট ভোট ১৫ প্রাপ্ত পয়েন্ট ৪.৮১
  • ৯৫
আজ হয়ে গেছে কালো আকাশ,
আজ চতুরদিকে হচ্ছে ভীষণ বাতাস,
আজ হয়ে গেছে ম্লান এ মন,
সেই বৃষ্টি ভেজা রাতের কথা এ মন,
করলো যখন স্মরণ।

মন তুমি কেন এতো আবেগ প্রবণ?
মন তুমি কর বিবেকের কথা শ্রবণ,
মন, এ পৃথিবীতে কেউ নয় আপন,
ধন সবই পড়ে থাকবে, যাবে মরে যখন।

সেদিন পড়েছিল মাথায় ফেটে বাজ,
না-না! বলতে নাই কবু লাজ,
এটা সত্য- বুড়ো হয়ে গেছি আমি আজ,
কিন্তু তখন ছিলাম তরতাজা এক তরুণ,
সেদিনের কাহিনী বড় করুণ।

সেদিন, খানিক্ষণ আগেও আকাশ ছিলো ধবধবে ফর্সা,
চাদের আলো, তারার ঝিকমিক বলছিলো নেই কোনো বর্ষা।
সেদিনের সেই রাতে, তার জন্য অপেক্ষা করছিলাম রাস্তাতে,
সে এসে শুনালো তার বাণী, আহ! কি করুন তার বাণী,
তার সেই মুখের বাণী, বিশ্বজগৎ-আকাশও শুনি,
মেঘ ডেকে আনি, খাল-বিল-মাঠ-ঘাট-রাস্তাতে,
করলো পানি সেইদিনের সেই রাতে, বর্ষাতে।

কি ছিল তার মুখের বাণী? হেয়ের জন্য নাকি অভিমানি?
আজও মনে পড়লে দু’চোখ বেয়ে গড়িয়ে পড়ে পানি।
তার প্রতি ছিল মোর কত ভালবাসা,
তাকে নিয়ে করেছিলাম কত যে আশা।
কিন্তু সে তো ছিলো না এমন, ভেবেছিলাম আমি যেমন।
আমি এখন সাথে নিয়ে বাঁচি হায়! হতাশা,
পৃথিবীর এ অধ্যায় কত নিষ্ঠুর, কত নির্মম, শুধুই সর্বনাশা।
হতভাগা মন, সেই তো আপন, সে আমায় বলে আর কেদনা,
পিছন ফেলে, সামনে গেলে, বাড়বে না, শেষ হবে বেদনা।

সেদিনের ঝড়ের মতো, পৃথিবীতে মনে হয় আর কোনো ঝড় হয়নি।
সেদিনের আঘাতের মতো, আর কোনো আঘাত বোধহয় কেউ কখনো সয়নি।
সেদিন জোরে জোরে শব্দ করে ডেকে ছিলো আসমান,
সে ডাক শুনে হচ্ছিল মনে, ফেটে যাবে আসমান, থাকবে আর ভাসমান।

পৃথিবীর বাসিন্দারা করে ইচ্ছে মতো অপকর্ম।
কেনই বা করে আর কি লাভ পায়? বুঝি না তার মর্ম।
হ্যা পৃথিবীর মানুষ! বিবেকহীন যতো লোক!
বল, অপরকে শুষে-লুঠে তোমরা কি পাও সুখ?
আসলে তোমরা অন্ধ জাতি, খোলা নেই তোমাদের চোখ।
হইও না নষ্ট, পাবে কষ্ট, এটা তো স্পস্ট,
তবে কেন বারেবারে, পৃথিবীর লোভে পড়ে, হও পথভ্রষ্ট!

তোমাদের বলি, নিজের আবেগ ধরে রেখো মনে,
নয়তো তোমাদের, কঠিন বিপদে পড়তে হবে ক্ষণে ক্ষণে।
পৃথিবীর মায়া সবই জাল, হ্যা! জাল সবই,
তাই তো কোনো কালে, লেখেছিলেন কোনো এক কবি,
প্রেম মানে কান্না, আবার কখনো কখনো হাসি।
প্রেম মানে আমি তারে ভীষণ ভালবাসি।
প্রেম মানে মায়ায় পেঁচানো এক ফাঁদ।
প্রেমের জন্য হাস, নয়তো সারাজীবন কাঁদ।

সেই কবির বাণী, পুরোপুরি সত্য জানি,
আমার করুণ কাহিনী দেখে, আমি সত্য বলেই মানি।
হ্যা জাতি! তোমাদের জন্য আমি আজ জ্বেলে দিচ্ছি একটি বাতি,
চিরজীবন সেই বাতিকে রেখো অন্তরেতে গাঁথি।
তুমি মানুষ! থাকবেই তোমার মনে প্রেম,
অন্যদিকে ছুটে, হেটেহেটে, পেড়িয়ে যেও জ্যাম,
ওহে! প্রেমের জ্যামে আটকা পড়ো না কবু.
হ্যা! এটাই তো বলেছেন মহান প্রভু।

এই পৃথিবীতে পদেপদে, তোমায় পড়তে হবে বিপদে।
“এসো এসো ভাই, তোমাকে তো চাই,” এভাবে ডাক দেবে বদে।
সেই ডাক শুনে, সাত-পাঁচ না গুনে, যদি তুমি তার পথে যাও,
ইহকাল-পরকাল, দু’জীবনের যতো ছিলো সুখ, সব তুমি হারাও।
চলতে গেলে তার পথে, কষ্ট আর কষ্ট দুনিয়াতে,
জান্নাতে নয়, যাবে জাহান্নামে তুমি আখিরাতে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়জুল মহী অনন্য ঊপমা দিয়ে অসাধারণ ভাবনার কথাকলি শুভেচ্ছা নিরন্তর সুপ্রিয় কবি

২৬ জানুয়ারী - ২০২২ গল্প/কবিতা: ২৭ টি

সমন্বিত স্কোর

৪.৮১

বিচারক স্কোরঃ ৩.০১ / ৭.০ পাঠক স্কোরঃ ১.৮ / ৩.০

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪